মহামারী করোনাভাইরাসের কারণে রাজধানীর সায়দাবাদ ও গাবতলীতে আটকে পড়া গণপরিবহন শ্রমিকদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে ফেসবুক গ্রুপ ‘বাসেস অ্যান্ড কোচেস’ এর সদস্যরা। অনলাইন ভিত্তিক এই গ্রুপের সদস্যরা প্রথম পর্যায়ে প্রায় শতাধিক পরিবহন শ্রমিকদের মাঝে চাল, ডাল, তেল, পিয়াজ, রসুন, লবণ, সাবান ও বিভিন্ন ধরনের সবজি বিতরণ করে।
গ্রুপের অন্যতম সমন্বয়ক আনজাবিন রহমান এবং গ্রুপের অ্যাডমিন আতিক আশিক জানান, এ সকল শ্রমিকেরা দিনের পর দিন কর্মহীন রয়েছেন। গণপরিবহন বন্ধ থাকায় আয়-উপার্জন একেবারেই বন্ধ রয়েছে। এই অবস্থায় তাদের পাশে দাঁড়ানো উচিৎ। তাদের কেউ কেউ এখন দিনপ্রতি ১০০ টাকা পারিশ্রমিকের বাস পাহারার কাজ করলেও বেশির ভাগই কর্মহীন। যদিও এই আয় অত্যন্ত সীমিত, রোজার দিনে যা দিয়ে চলা খুবই কষ্টসাধ্য।
সাহায্য সামগ্রী বিতরণের সময় গ্রুপের মডারেটর ও ইভেন্ট পরিচালক সৈয়দ নাঈম জানান, প্রায় ৭৫ হাজার মেম্বার আছে তাদের গ্রুপে, যারা বাস ভালবাসে। এই দুর্যোগের সময়ে বাস সংশ্লিষ্ট মানুষের পাশে দাঁড়ানোর জন্য তাদের এই ক্ষুদ্র প্রয়াস। ঢাকার সাথে সাথে অনান্য বিভাগীয় ও জেলা শহরে তাদের এ কার্যক্রম ক্রমান্বয়ে চালু হবে বলেও তিনি জানান।
উল্লেখ্য, করোনার এই দুর্যোগে রাজধানীর ওয়ার্ড পর্যায়ে বিভিন্ন সরকারি-বেসরকারি সহায়তা দেওয়া হলেও গণপরিবহন শ্রমিকরা সেই সহায়তা পায়নি। গতকাল বৃহস্পতিবার রাজধানীর সায়েদাবাদে আর্থিক সহায়তার দাবিতে বিক্ষোভ করেছে পরিবহন শ্রমিকরা। এসময় শতশত শ্রমিক এ বিক্ষোভে অংশ নেন। তারা জানায়, দুই মাস ধরে তাদের কোনো খোঁজ-খবর নেয়নি কেউ। এমনকী ফোন দিলে মালিক সমিতির লোকও ফোন ধরে না।
গণপরিবহন শ্রমিকদের পাশে দাঁড়ানো ফেসবুক গ্রুপ ‘বাসেস অ্যান্ড কোচেস’ এর বাকি আপডেট পাবেন গ্রুপ লিংকে https://www.facebook.com/groups/coachservive ও পেজ লিংকে https://www.facebook.com/mechanicalemotionforbuses।
বিডি-প্রতিদিন/শফিক