করোনাভাইরাসের উদ্ভূত পরিস্থিতিতে দেশের কারাগারগুলো থেকে কম সাজাপ্রাপ্ত অপরাধীদের মুক্তি দেয়ার সরকারি সিদ্ধান্তের প্রেক্ষিতে গাজীপুরের কাশিমপুর কারা কমপ্লেক্সের ২টি কারাগার থেকে ১৫ জন বন্দী মুক্তি পেয়েছেন।
কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এর জেলার বাহারুল ইসলাম জানান, এ কারাগার থেকে সরকারি সিদ্ধান্ত অনুযায়ী ফৌজদারী কার্যবিধি ৪০১ ধারায় ১৩ বন্দী মুক্তি দেয়া হয়েছে। এছাড়াও কাশিমপুর কেন্দ্রীয় নারী কারাগার থেকে দুই বন্দী মুক্তি দেয়া হয়েছে।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন