ভোলা সদরের দক্ষিণ রাজাপুর এলাকায় অভিযান চালিয়ে ২টি অস্ত্র ও মাদকসহ বাদশা শিকদার ওরফে আবুল বাশার শিকদার (৪২) নামে এক ব্যক্তিকে আটক করেছে র্যাব-৮। শুক্রবার রাতে সন্ত্রাস ও নাশকতা করার চেষ্টাকালে তাকে আটক করা হয় বলে শনিবার র্যাব-৮ প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। আটক বাদশা ভোলা সদরের চর আনন্দ এলাকার দাইমুদ্দিন সিকদারের ছেলে।
প্রেস বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, নাশকতা ও সন্ত্রাস করার চেষ্টাকালে গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি বিশেষ দল দক্ষিণ রাজাপুর এলাকায় অভিযান চালিয়ে একটি ওয়ান শুটারগান, একটি একনলা বন্দুক, ৪ রাউন্ড গুলি ও মাদকসহ বাদশা শিকদার ওরফে আবুল বাশার শিকদারকে আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে ঘটনার সত্যতা স্বীকার করে।
প্রেস বিজ্ঞপ্তিতে র্যাব আরও জানায়, বাদশার বিরুদ্ধে ভোলা সদরসহ বিভিন্ন থানায় চাঁদাবাজি, খুন, ধর্ষণ, গণধর্ষণসহ বিভিন্ন অপরাধে ২৫ টি মামলা রয়েছে। এর মধ্যে কয়েকটি মামলায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত। সে একজন শীর্ষ সন্ত্রাসী।
জিজ্ঞাসাবাদ শেষে বাদশা শিকদারকে ভোলা সদর থানায় সোপর্দ করে অস্ত্র ও মাদক আইনে পৃথক মামলা দায়ের করার কথা র্যাবের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
বিডি প্রতিদিন/আল আমীন