যশোরের যুদ্ধাহত মুক্তিযোদ্ধা উসমান গনি দুই শতাধিক কর্মহীন দরিদ্র মানুষকে খাদ্য সহায়তা প্রদান করেছেন। শনিবার সকালে যশোর উপশহর এলাকায় তিনি এসব খাদ্য সহায়তা প্রদান করেন।
প্রতি পরিবারের জন্য দেয়া তাঁর প্যাকেটে রয়েছে চাল, ডাল, তেল, আলু ও পেয়াজ। খাদ্য সহায়তা প্রদানকালে যুদ্ধাহত মুক্তিযোদ্ধা উসমান গনি বলেন, করোনাভাইরাসের কারণে নতুন ধরণের যে দুর্যোগ দেখা দিয়েছে তাতে অনেকেই কর্মহীন হয়ে পড়েছেন। কর্মহীন হয়ে পড়া দরিদ্রদের পরিবারে সর্বোচ্চ এক-দুই দিনের খাদ্যের সংস্থান থাকে, অনেক পরিবারে তাও থাকে না। এ অবস্থায় তাদের খাদ্যের প্রয়োজন।
তিনি বলেন, জীবনের ঝুঁকি নিয়ে যুদ্ধ করে দেশ স্বাধীন করেছি। সেই দেশের একটা মানুষও না খেয়ে থাকবে সেটা আমরা হতে দিতে পারি না।
তিনি বলেন, করোনার এই দুর্যোগ যতদিন না কাটে ততদিন যার যে রকম সামর্থ আছে তা নিয়েই কর্মহীনদের খাদ্য সহায়তা করে যেতে হবে।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ