করোনা দুর্যোগ শুরুর পর এই প্রথম জনসমক্ষে এসে ত্রাণ বিতরণ করলেন বরিশাল সিটি করপোরেশনের সাবেক মেয়র ও সদর আসনের সাবেক এমপি অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ার।
রবিবার সকাল সাড়ে ১১টায় নগরীর মরকখোলাপোল এলাকায় মহানগর শ্রমিক দলের ব্যানারে নতুন বাজার ইমারত নির্মান শ্রমিক ইউনিয়নের ২ শতাধিক সদস্যের মাঝে খাদ্য সহায়তা বিতরণ করেন মহানগর বিএনপি’র সভাপতি সাবেক মেয়র মজিবর রহমান সরোয়ার। করোনার দুর্যোগে এই প্রথমবারের মতো বরিশালে এসে ত্রাণ বিতরণ করলেন তিনি।
এ সময় সরোয়ার বলেন, এই দুঃসময়েও সরকার একটা জাতীয় কমিটি করলো না। এতে সরকারের সমন্বয়হীনতা এবং ব্যর্থতা প্রকাশ পাচ্ছে।
তিনি বলেন, ত্রাণ দেয়ার দায়িত্ব সরকারের, বিএনপি’র নয়। তারপরও বিএনপি সাধ্য অনুযায়ী জনগণের পাশে আছে।
এদিকে বেলা সাড়ে ১২টায় বরিশাল স্টেডিয়ামে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) থেকে প্রেরিত ৮শ’ খাদ্য সহায়তা প্যাকেট বিতরণ করেন বিভাগীয় কমিশনার মুহাম্মদ ইয়ামিন চৌধুরী। বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আলমগীর হোসেন খান আলোর সভাপতিত্বে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান।
অপরদিকে বরিশালের কীর্তনখোলা নদীর চরকাউয়া খেয়াঘাটের কর্মহীন ১০৫ জন মাঝিকে খাদ্য ও ইফতার সামগ্রী দিয়েছে মানবাধিকার কমিশন নামে একটি সংগঠন।
বিডি প্রতিদিন/হিমেল