সাংবাদিক সংগঠনগুলোর মধ্যে প্রথমবারের মত বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশনের (ক্র্যাব) উদ্যোগে সংগঠনের সদস্য ও তার পরিবারের সদস্যদের কোভিড-১৯ ভাইরাস সনাক্তে নমুনা সংগ্রহ করা হয়েছে। রবিবার বেলা সাড়ে ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত এই কার্যক্রম চলে। স্বাস্থ্য অধিদপ্তরের সার্বিক সহযোগিতায় ডা. মো. শাহিনুল হক রিপনের নেতৃত্বে ৫ সদস্যের একটি প্রতিনিধি দল করোনা শনাক্তের নমুনা সংগ্রহ করেন। ক্র্যাব সদস্য ও তার পরিবারের সদস্য ছাড়াও ডিআরইউর বেশ কয়েকজন সদস্যসহ রবিবার মোট ৩০ জনের নমুনা সংগ্রহ করা হয়।
এর আগে ক্র্যাব সভাপতি আবুল খায়ের, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বিকু, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক রিয়াজ চৌধুরী নমুনা সংগ্রহের কার্যক্রম উদ্বোধন করেন। এ সময় ক্র্যাবের যুগ্ম সম্পাদক সাখাওয়াত কাওসার, অর্থ সম্পাদক আবু হেনা রাসেল, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক সাইফ বাবলু, কল্যাণ সম্পাদক ইসমাঈল হুসাইন ইমু, আন্তর্জাতিক সম্পাদক শাহীন আলম, কার্যনির্বাহী সদস্য রুদ্র মিজান প্রমুখ উপস্থিত ছিলেন।
স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচারক অধ্যাপক আবুল কালাম আজাদ ও নমুনা সংগ্রহকারী প্রতিনিধি দলকে অভিনন্দন জানিয়ে ক্র্যাব সভাপতি আবুল খায়ের বলেন, দেশের এই সংকটময় মুহুর্তে ক্রাইম রিপোর্টারা জীবনের ঝুঁকি নিয়ে মাঠে-ঘাটে কাজ করছেন। আমরা সদস্যদের করোনাভাইরাস প্রতিরোধে সুরক্ষা সামগ্রী বিতরণসহ বিভিন্ন প্রকার কাজ করে যাচ্ছি। এক্ষেত্রে সামনের দিনগুলোতে স্বাস্থ্য অধিদপ্তর ক্র্যাবকে সার্বিকভাবে সহযোগিতা করবে বলে আশা প্রকাশ করেন তিনি।
বিডি প্রতিদিন/আল আমীন