সামাজিক দূরত্ব বজায় রাখাসহ করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে সরকারি নির্দেশনা পালনে ঢাকা জেলা প্রশাসন মহানগরীর ধানমন্ডি, ফার্মগেট, কাওরান বাজার, মিরপুর, হাজারীবাগসহ বিভিন্ন এলাকায় ত্রাণ বিতরণ ও মোবাইল কোর্ট পরিচালনা করেছে। এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটগণ এসব কার্যক্রম পরিচালনা করেন।
এসময় সরকারি নির্দেশ অমান্য করে জনসমাগম করায় আজ রবিবার ঢাকা মহানগরীর বিভিন্ন স্থানে ও উপজেলাগুলোতে সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত মোট ৩০টি মোবাইল কোর্ট পরিচালনা করে ৪৪টি মামলা এবং ৪১ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
এছাড়া বিভিন্ন ব্র্যান্ডের তেল নকল করে সংরক্ষণের জন্য ২ জনকে একবছরের বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়। মোবাইল কোর্ট অভিযান অব্যাহত রয়েছে। মোবাইল কোর্ট পরিচালনার সময় ঢাকা মেট্রোপলিটন পুলিশ ও ঢাকা জেলা পুলিশ সহায়তা করে।
এছাড়া ৩৩৩ ও মেসেজে প্রাপ্ত অনুরোধের প্রেক্ষিতে ঢাকা জেলার নবাবগঞ্জ উপজেলাতে ২০০টি ও দোহার উপজেলাতে ৬১টি পরিবারের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
টিসিবির বিক্রয়কেন্দ্রগুলো এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটগণ কর্তৃক সার্বক্ষণিক মনিটরিং করা হচ্ছে।
বিডি-প্রতিদিন/সিফাত আব্দুল্লাহ