১১ জুলাই, ২০২০ ২০:০৭

৩ মাস পর রবিবার থেকে বরিশালের আকাশ পথ চালু

নিজস্ব প্রতবেদক, বরিশাল

৩ মাস পর রবিবার থেকে বরিশালের আকাশ পথ চালু

করোনার প্রভাবে প্রায় ৩ মাস পর বরিশালের আকাশ পথ চালু হচ্ছে। স্বাস্থ্যবিধি মেনে আগামীকাল রবিবার (১২ জুলাই) থেকে বরিশাল-ঢাকা রুটে চলাচল শুরু হবে যাত্রীবাহী বিমান।

বরিশাল বিমান বন্দর সূত্র জানায়, ফ্লাইট চালুর বিষয়ে যাত্রীদের চাপের প্রেক্ষিতে বন্দর কর্তৃপক্ষ সিভিল এভিয়েশন ও সিভিল সার্জনের কাছে চিঠি প্রদান করে। ওই চিঠির ইতিবাচক জবাব পেয়ে রবিবার থেকে ঢাকা-বরিশাল রুটে নিয়মিত ফ্লাইট চলাচলের সিদ্ধান্ত হয়েছে। 

ফ্লাইট পরিচালনার ক্ষেত্রে সব এয়ারলাইন্স ও যাত্রীদের শারীরিক দূরত্ব, পরিচ্ছন্নতা, মাস্ক ও হ্যান্ড গ্লাভস সহ স্বাস্থ্য বিধি মেনে চলতে বলা হয়েছে। ফ্লাইটগুলোতে ধারনক্ষমতার ৭৫ ভাগের বেশি যাত্রী নেয়া যাবে না। 
 
প্রথম পর্যয়ে রবিবার থেকে ঢাকা-বরিশাল রুটে প্রতিদিন ২টি করে ফ্লাইট চলাচল করার সিদ্ধান্ত হয়। বেসরকারী সংস্থা ইউএস বাংলা ও নভোয়ার ফ্লাইট পরিচালনা করবে। 
 
বরিশাল বিমানবন্দর ব্যবস্থাপক শহিদুল আলম জানান, সিভিল এভিয়েশন বেশ কিছু শর্ত সাপেক্ষে রবিবার থেকে ঢাকা-বরিশাল আকাশ পথে উড়োজাহাজ চলাচলের অনুমতি দিয়েছে। সব শর্ত পূরন করে ফ্লাইট চালানোর সিদ্ধান্ত হয়েছে। 


বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ তাফসীর

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর