১৫ আগস্ট, ২০২০ ১৯:৫১

বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণে শতভাগ বিদ্যুতায়নের প্রত্যয় ওজোপাডিকো’র

নিজস্ব প্রতিবেদক, খুলনা:

বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণে শতভাগ বিদ্যুতায়নের প্রত্যয় ওজোপাডিকো’র

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদত বার্ষিকীতে দেশে শতভাগ বিদ্যুতায়নের প্রত্যয় ঘোষণা করেছে ওয়েস্ট জোন পাওয়ার ডিষ্ট্রিবিউশন কোম্পানী (ওজোপাডিকো)। একই সাথে বঙ্গবন্ধুর স্বপ্নকে বাস্তবে রূপ দিতে প্রতিষ্ঠানের প্রতিটি কর্মীকে প্রকৃত সেবামূলক কাজ করার আহ্বান জানানো হয়েছে। 

শনিবার জাতীয় শোক দিবসের আলোচনা সভায় ওজোপাডিকো’র ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মো. শফিক উদ্দিন এসব কথা বলেন। এর আগে সূর্যোদয়ের সাথে ওজোপাডিকো’র সকল দপ্তরে জাতীয় পতাকা অর্ধনমিত, জাতির পিতার প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ, কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। পরে এতিম, দুঃস্থ ও ছিন্নমূল মানুষের মধ্যে সুস্বাদু খাবার বিতরণ করা হয়। এছাড়া বিকাল ৩টায় ওজোপাডিকো’র সদর দপ্তরের সাথে ৬৩টি দপ্তরকে সংযুক্ত করে জুম এ্যাপসের মাধ্যমে দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মো. শফিক উদ্দিন। 

ওজোপাডিকো’র প্রধান প্রকৌশলী মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে বক্তৃতা করেন, নির্বাহী পরিচালক (অর্থ) রতন কুমার দেবনাথ, কোম্পানি সচিব আবদুল মোতালেব, মো. আলমগীর কবীর, উপ-মহাব্যবস্থাপক (এইচআর এন্ড এডমিন)। অনুষ্ঠানটির সঞ্চালনা করেন ব্যবস্থাপক (প্রশাসন) মোহাম্মদ নাজমুল হুদা।

বিডি প্রতিদিন/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর