বরিশালে আলোচনা সভা এবং দোয়া-মোনাজাতের মাধ্যমে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪০তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
আজ বুধবার সকাল ১১টায় নগরীর সদর রোডের জেলা ও মহানগর বিএনপি কার্যালয়ে পৃথক আয়োজনে ৪০তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেন জেলা ও মহানগর স্বেচ্ছাসেবক দলের নেতারা।
মহানগর স্বেচ্ছাসেবক দল সভাপতি মাহবুবুর রহমান পিন্টুর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মশিউর রহমান মঞ্জু, মো. মতিউর রহমান মিঠু, ফয়সাল আহমেদ ও আরিফুল ইসলাম শাহান সহ অন্যান্যরা। আলোচনা সভা শেষে বিএনপি চেয়ারপার্সনের রোগমুক্তি ও প্রয়াত স্বেচ্ছাসেবক দল নেতা শফিউল বারী বাবুর রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।
পরে একই স্থানে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা করে জেলা স্বেচ্ছাসেবক দল। জেলা সাংগঠনিক সম্পাদক জাবের আবদুল্লাহ সাদি’র সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন স্বেচ্ছাসেবক দল নেতা সাইফুল ইসলাম সুজন, মাজেদ সিকদার সুজন, আসাদুজ্জামান খান ও মাসুদ রানা প্রমুখ।
আলোচনা সভা শেষে বেগম জিয়া ও প্রয়াত স্বেচ্ছাসেবক দল নেতা শফিউল বারী বাবুর রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়।
এর আগে দলীয় কার্যালয়ে জাতীয় ও সাংগঠনিক পতাকা উত্তোলন করেন স্বেচ্ছাসেবক দলের স্থানীয় নেতৃবৃন্দ।
বিডি প্রতিদিন/ আবু জাফর