বরিশাল নগরীর মাদকের অন্যতম আখড়া রসুল বস্তিতে মাদক বিরোধী সভা করেছেন বিএমপি’র গোয়েন্দা বিভাগের উপ-কমিশনার মো. মনজুর রহমান। শনিবার বিকেলে রসুলপুর বস্তিতে স্থানীয় জনগণকে সাথে নিয়ে এই সভা করেন তিনি।
সভায় গোপনে কিংবা প্রকাশ্যে মাদক ব্যবসায়ীদের সম্পর্কে তথ্য দেয়ার জন্য বস্তিবাসীদের প্রতি অনুরোধ জানানো হয়।
এ সময় মনজুর রহমান বলেন, মাদক ব্যবসায়ী সে যতবড় ক্ষমতা সম্পন্ন ব্যক্তি হোক না কেন, তাকে কোনো ছাড় দেবে না পুলিশ। উঠতি-তরুণ বয়েসের সন্তানরা কোথায় যায়, কার সাথে মেশে, কি করে সেসব বিষয়ে খেয়াল রাখার জন্য অভিভাবকদের অনুরোধ করেন তিনি।
অকারণে কেউ ঘোরাঘুরি বা আড্ডা জমালে কিংবা মাদকে সংশ্লিষ্ট হলে সেইসব সন্তানদের অভিভাবকদেরও আইনের আওতায় আনার হুশিয়ারি দেন তিনি। রসুলপুর বস্তি মাদকমুক্ত না হওয়া পর্যন্ত গোয়েন্দা পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলে বক্তব্যে বলেন গোয়েন্দা বিভাগের উপ-কমিশনার মো. মনজুর রহমান।
এ সময় বিএমপি’র গোয়েন্দা বিভাগের সহকারী কমিশনার মো. রবিউল ইসলাম শামীম, সহকারী পুলিশ কমিশনার নরেশ কর্মকার, পরিদর্শক কমলেশ চন্দ্র দে সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/আবু জাফর