রাজধানীতে মাদকবিরোধী অভিযান চালিয়ে মাদকদ্রব্যসহ ৬৬ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। সোমবার সকাল ৬টা থেকে আজ মঙ্গলবার সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।
ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো. ওয়ালিদ হোসেন গণমাধ্যমকে এসব তথ্য জানিয়েছেন। তিনি বলেন, রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালায় বিভিন্ন থানা ও গোয়েন্দা (ডিবি) পুলিশ। অভিযানে ৬৬ জনকে গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে ২১ হাজার ২৫৬ পিস ইয়াবা, ১৮০ গ্রাম হেরোইন, ২১ কেজি ২৩১ গ্রাম গাঁজা ও ১০০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। গ্রেফতারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় ৪৯টি মামলা দায়ের করা হয়েছে।
বিডি-প্রতিদিন/শফিক