রংপুরে এবার পহেলা জানুয়ারি থেকে ভ্যানে করে শিক্ষার্থীদের বাড়িতে নতুন বই পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হলেও মাধ্যমিক পর্যায়ে এখন পর্যন্ত কোনো বই এসে পৌঁছায়নি। প্রাথমিকে বই এসেছে চাহিদার ৭০ শতাংশ।
ফলে সঠিক সময়ে শিক্ষার্থীরা বই পাবে কিনা, এ নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। মহামারি করোনার কারণে এবার স্কুল পর্যায়ে বই উৎসব হবে না। তাই শিক্ষকরাই বাড়ি বাড়ি গিয়ে শিক্ষার্থীদের হাতে বই তুলে দেবেন।
জেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, রংপুর জেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা ১ হাজার ৪৫৮টি। এছাড়াও কিন্ডার গার্টেনসহ বেসরকারি বিদ্যালয় মিলে প্রায় ২ হাজার প্রাথমিক বিদ্যালয় রয়েছে। এসব বিদ্যালয়ে বইয়ের চাহিদা প্রায় সাড়ে ২০ লাখ।
মঙ্গলবার পর্যন্ত প্রায় ১৪ লাখ বই বিভিন্ন উপজেলার শিক্ষা অফিসে পৌঁছেছে। তবে শিক্ষা অফিস আশা করছে ২০ ডিসেম্বর নাগাদ সব বই এসে পড়বে। অপরদিকে মাধ্যমিক পর্যায়ে ষষ্ঠ থেকে দশম শ্রেণির কোনো বই এখনো আসেনি। ফলে মাধ্যমিক পর্যায়ে কয়েক লাখ শিক্ষার্থীর যথা সময়ে বই প্রাপ্তি অনিশ্চত হয়ে পড়েছে। তবে মাধ্যমিক বিভাগীয় শিক্ষা কর্মকর্তা বলছেন সময় মতো বই এসে যাবে।
শিক্ষা অফিস জানিয়েছে, করোনার কারণে সারা দেশে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় স্কুল পর্যায়ে এবার বই উৎসব হবে না। প্রতিটি পাড়া মহল্লায় ভ্যানে করে শিক্ষার্থীদের বাড়িতে বই পৌঁছে দেওয়া হবে। এ লক্ষ্যে জেলা ও উপজেলায় স্কুল পর্যায়ে কমিটি গঠন করা হয়েছে। কোন মহল্লায় কতজন শিক্ষার্থী রয়েছে এর তালিকাও করা হচ্ছে। শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরাই শিক্ষার্থীদের বাড়িতে বই পৌঁছে দেবেন।
রংপুর জেলা প্রাথমিক শিক্ষা অফিসার শাহাজাহান সিদ্দিক বলেন, চাহিদার ৭০ শতাংশের বেশি বই এসেছে। বাকি বই ২০ ডিসেম্বরের মধ্যে চলে আসবে। ৩০ ডিসেম্বরের মধ্যে বিদ্যালয়গুলোতে বই পৌঁছে দেওয়া হবে বলে তিনি জানান।
অপরদিকে ৬ষ্ঠ থেকে দশম শ্রেণির শিক্ষার্থীদের জন্য রংপুর বিভাগের ৮ জেলার কোনো বিদ্যালয়ে এখন পর্যন্ত কোনো বই আসেনি। কবে নাগাদ আসবে তাও নিশ্চিত করে কেউ বলতে পারছে না। ফলে অনিশ্চয়তায় রয়েছে মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীরা এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলো।
মাধ্যমিক শিক্ষা অফিসের একটি সূত্র জানিয়েছে, প্রতিবছর এসময় সব বই চলে আসে। মহামারি করোনার কারণে বই ছাপাতে বিলম্ব হওয়ায় বই আসছে না বলে ধারণা করা হচ্ছে।
রংপুর মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগীয় উপ-পরিচালক আক্তারুজামান জানান, মাধ্যমিক পর্যায়ের বই এখনো আসেনি। তবে সময়মতো বই আসবে বলে তিনি আশা প্রকাশ করেন।
বিডি প্রতিদিন/এমআই