বরিশালে কেক কেটে এবং বেলুন-ফেস্টুন উড়িয়ে জাতীয় পার্টির ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে শুক্রবার জুমা বাদ নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হল চত্বরে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এ সময় প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন জেলা ও মহানগর জাতীয় পার্টির নেতাকর্মীরা। পরে বেলুন-ফেস্টুন উড়িয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেন তারা।
অনুষ্ঠানে জাতীয় পার্টি চেয়ারম্যানের উপদেষ্টা অধ্যাপক মহসিন-উল ইসলাম হাবুল, মহানগর জাতীয় পার্টির সভাপতি রফিকুল ইসলাম গফুর, রুস্তুম আলি খান, আখতার হোসেন শপ্রু, আব্দুল জলিল, ফোরকান তালুকদার, জাকির হোসেন, মঞ্জুরুল আলম খোকনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
এর আগে সদর রোডের বায়তুল মোকাররম জামে মসজিদে পার্টির প্রয়াত চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন