খুলনার দৌলতপুর থানার পাবলা বণিকপাড়ায় নিখোঁজ স্কুলছাত্রী ছোয়া দে (৯) এর বস্তাবন্দী লাশ উদ্ধার করেছে পুলিশ।
আজ বৃহস্পতিবার বিকেল সাড়ে তিনটার দিকে পাবলা বনিকপাড়া বীণাপানি ভবনের নিচতলায় বাথরুমের ট্যাংকি থেকে লাশটি উদ্ধার হয়।
এর আগে গত ২২ জানুয়ারি দুপুরে মৌচাক টাওয়ারের সামনে থেকে মেয়েটি নিখোঁজ হয়। ছোয়া দে পাবলা বনিকপাড়া এলাকার সুশান্ত দে এর মেয়ে। পরিবারের সদস্যরা নিহতের পরনের জামা-প্যান্ট থেকে তাকে শনাক্ত করেছেন।
নিহত স্কুলছাত্রীর বড় বোন অন্তরা দে জানায়, বীণাপানি ভবনের ওই স্থান থেকে দুর্গন্ধ বের হতে থাকলে এলাকাবাসীর সন্দেহ হয়। পরে ওই স্থান থেকে পুলিশ বস্তাবন্দী লাশটি উদ্ধার করে। এ ঘটনায় হতবাক ও বাকরুদ্ধ হয়ে পড়েছে পুরো পরিবার। পুলিশ লাশের ময়নাতদন্তের উদ্যোগ নিয়েছে।
বিডি প্রতিদিন/আবু জাফর