রাজশাহী মহানগরীতে অস্ত্রসহ সুকচান (২০) নামে এক যুবককে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। গ্রেফতার সুকচানের বাড়ি নগরীর মতিহার থানার ডাসমারি করিডোর মোড় এলাকায়। তার বাবার নাম আক্তার হোসেন।
গতকাল বৃহস্পতিবার (২৮ জানুয়ারী) রাত ৮টার দিকে পদ্মা আবাসিক এলাকা থেকে তাকে র্যাব ৫-এর রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল এ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। র্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে রাতে এ তথ্য নিশ্চিত করা হয়।
র্যাব জানায়, সুকচানের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি পাইপগান, দুই রাউন্ড গুলি ও একটি ম্যাগজিন জব্দ করা হয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে মহানগরীর চন্দ্রিমা থানায় একটি মামলা করা হয়েছে।
বিডি-প্রতিদিন/সিফাত আব্দুল্লাহ