সাভারে ৫৩০ পিস ইয়াবাসহ এক শীর্ষ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র্যাব-৪। শুক্রবার (২৯ জানুয়ারী) সকালে সাভারের শাহীবাগ এলাকা থেকে তাকে আটক করা হয়।
র্যাব-৪ জানাত, সাভারের শাহীবাগ এলাকায় মাদক ব্যবসায়ী জসিম উদ্দন জয় (২১) ইয়াবা বিক্রি করছে এমন গোপন সংবাদের ভিতিত্বে অভিযান চালিয়ে ৫৩০ পিচ ইয়াবাসহ তাকে আটক করা হয়। পরে তার বিরুদ্ধে সাভার মডেল থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করে তাকে পুলিশের কাছে হন্তান্তর করা হয়।
অন্যদিকে, রাজধানীর গাবতলী এলাকা থেকে ২৯৯ বোতল ভারতীয় ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী বাবু খাঁনকে আটক করেছে র্যাব-৪। উল্লেখ্য, গত সাত দিনে সাভার, আশুলিয়া, সিংগাইরসহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে অর্ধশতাধিক মাদক ব্যবসায়ীকে আটক করে র্যাব-৪।
বিডি-প্রতিদিন/সিফাত আব্দুল্লাহ