গাজীপুর সিটি কর্পোরেশনের চান্দনা চৌরাস্তা এলাকায় গ্রেফতারি পরোয়োনাভুক্ত আসামিকে ধরতে গিয়ে পুলিশের এক এএসআই হামলার শিকার হয়েছেন। শুক্রবার সকালে নগরীর চান্দনা চৌরাস্তার ১৯ শে টাওয়ারের কাছে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে এ ঘটনা ঘটে।
হামলায় বাসন থানার এএসআই আব্দুর রহিম গুরুতর আহত হয়েছেন। এ ঘটনায় এসআই আল আমিন বাদী হয়ে ১০ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেছেন। পরে পুলিশ অভিযান চালিয়ে এদিন সন্ধ্যা ৭টার দিকে ছয়জনকে গ্রেফতার করেছে।
গ্রেফতার ব্যক্তিরা হলেন-গাজীপুর সিটি কর্পোরেশনের দিঘিরচালা এলাকার মিজানুর রহমানের ছেলে সাইফুল ইসলাম (৩০), একই এলাকার আমিনুল হকের ছেলে তুষার (৩০), আউটপাড়া এলাকার সাফিজ উদ্দিনের ছেলে ইস্রাফিল (৩০), কিশোরগঞ্জের কটিয়াদি এলাকার আব্দুল মোজাম্মেলের ছেলে ফরিদ মিয়া (২৫), একই এলাকার মোক্তার উদ্দিনের ছেলে আলাউদ্দিন (২৮) ও মাদারীপুর শিবচরের জাহাঙ্গীর হোসেনের ছেলে মিলন হোসেন (২৯)।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) বাসন থানার ওসি কামরুল ফারুক জানান, বাসন থানা পুলিশের এএসআই আব্দুর রহিম এক কনস্টেবল নিয়ে ওয়ারেন্টভুক্ত এক আসামি ধরতে ওই এলাকায় যান। এসময় ওই স্থানে উপস্থিত চিহ্নিত সন্ত্রাসীরা এএসআই আব্দুর রহিমের ওপর অতর্কিত হামলা চালায়।
এতে তিনি মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত হন। এক পর্যায়ে সন্ত্রাসীরা পালিয়ে গেলে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। হামলাকারীরা এলাকায় চিহ্নিত সন্ত্রাসী। তাদের বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।
বিডি প্রতিদিন/এমআই