বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর চিকিৎসার জন্য সিঙ্গাপুর গেলেন। শনিবার (৩০ জানুয়ারি) সকাল সাড়ে ৮টায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে ঢাকা ত্যাগ করেছেন তিনি। এসময় তার সঙ্গে রয়েছেন স্ত্রী রাহাত আরা বেগম।
বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করে জানান, বিএনপির মহাসচিব চিকিৎসার জন্য শনিবার সকালে বাংলাদেশ বিমানের ফ্লাইটে তার স্ত্রী রাহাত আরা বেগমসহ সিঙ্গাপুরের উদ্দেশে রওয়ানা হন। কোভিড-১৯ এর কারণে তাদের সেখানে ১৪দিন কোয়ারেন্টিনে থাকতে হবে। পরে চিকিৎসা নিয়ে তিনি দেশে ফিরবেন।
বিএনপি সূত্র জানায়, মির্জা ফখরুল উচ্চ রক্তচাপ, আইবিএস, মেরুদণ্ড, দাঁতের সমস্যা, ঘাড়ের ইন্টারনাল ক্যারোটিভ আর্টারিতে ব্লকসহ বেশ কয়েকটি রোগে আক্রান্ত। ঘাড়ে ইন্টারন্যাল ক্যারোটিভ আর্টারিতে ব্লক হওয়ায় চিকিৎসা নিতে বিএনপি মহাসচিবকে ছয় মাস পর পর সিঙ্গাপুর যেতে হয়। কয়েক বছর ধরে চিকিৎসা নিতেই সিঙ্গাপুর যাচ্ছেন ফখরুল।
সর্বশেষ ২০১৯ সালের ৪ অক্টোবর চিকিৎসার জন্য সিঙ্গাপুরে গিয়েছিলেন মির্জা ফখরুল।
বিডি-প্রতিদিন/সিফাত আব্দুল্লাহ