আগামীকাল রবিবার করোনার ভ্যাকসিনের টিকা রংপুরে পৌঁছাবে। প্রথম দফায় রংপুর জেলায় আড়াই লাখ ডোজ ভ্যাকসিন বরাদ্দ দেয়া হয়েছে। ভ্যাকসিন এসে পৌঁছালে তা সিভিল সার্জন কার্যালয়ের ইপিআর স্টোরে রাখা হবে। বিষয়টি নিশ্চিত করেছেন সিভিল সার্জন ডা. হিরন্ব কুমার রায়। তিনি জানান, রবিবার ভ্যাকসিন এলেও ৭ ফেব্রুয়ারি থেকে প্রয়োগ শুরু হবে।
তিনি জানান, রংপুর সিটির ভেতরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে এবং উপজেলাগুলোতে স্বাস্থ্য কমপ্লেক্স থেকে এসব টিকা প্রদান করা হবে। পর্যায়ক্রমে আরও ডোজ এলে নিয়ম মাফিক এসব টিকা প্রদান করা হবে। প্রথম ধাপে ভ্যাকসিন প্রদানের কাজে নিয়োজিত স্বাস্থ্য কর্মীদের প্রশিক্ষণ দেয়া হচ্ছে বলেও জানান তিনি।
এ লক্ষ্যে দুটি কমিটি গঠন করা হয়েছে। একটি কমিটি ভ্যাকসিন গ্রহণ ও সংরক্ষণ করবেন। অপর কমিটি সার্বিক বিষয়ে মনিটরিং করবেন। প্রথমে যাদের ভ্যাকসিন দেয়া হবে তাদের তালিকা তৈরি করা হচ্ছে। প্রতিটি উপজেলায় ৪ জন স্বাস্থ্য বিভাগের লোক ও ৫০ জন স্বেচ্ছাসেবী ভ্যাকসিন প্রয়োগে কাজ করবে। তাদের প্রশিক্ষণ দেয়ার কাজ প্রায় শেষের পথে।
ভ্যাকসিনের গুণগত মান যাতে নষ্ট না হয় এ জন্য সংরক্ষণের বিষয়টি গুরুত্বের সাথে দেখছে স্বাস্থ্য বিভাগ। ভ্যাকসিন পেতে অগ্রাধিকার তালিকাভুক্তদের অনলাইনে বাধ্যতামূলকভাবে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন ছাড়া ভ্যাকসিন গ্রহণ করা যাবে না বলে তিনি জানান।
বিডি প্রতিদিন/আবু জাফর