জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছে কেরানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের নবনির্বাচিত আহ্বায়ক কমিটি। আজ ধানমন্ডি ৩২ নম্বরে উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক শাহীন আহমেদ ও যুগ্ম-আহ্বায়ক ম. ই. মামুনের নেতৃত্বে শ্রদ্ধা জানানো হয়।
উল্লেখ্য, গত ২৯ ডিসেম্বর ২০২০ মঙ্গলবার উপজেলা আওয়ামী লীগের ৬১ সদস্য বিশিষ্ট এ আহ্বায়ক কমিটির অনুমোদন দেন ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি বেনজীর আহমদ ও সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা মাহবুবুর রহমান।
বিডি প্রতিদিন/আরাফাত