বাংলাদেশ পলিটেকনিক শিক্ষক সমিতি (বাপশিস) এর ২০২১-২২ কেন্দ্রীয় নির্বাহী কমিটির নবনির্বাচিত সদস্যবৃন্দের দায়িত্ব হস্তান্তর ও শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার সকাল ১০টায় ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের বাপশিস'র প্রধান কার্যালয়ে দায়িত্ব হস্তান্তর করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) এর কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি একেএমএ হামিদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ প্রকৌশলী কাজী জাকির হোসেন, আইডিইবি (কেনিক)-এর শিক্ষা ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ইদরীস আলী, বাপশিস উপদেষ্টা ও সাবেক সভাপতি নির্মল চন্দ্র সিকদার। সভায় সভাপতিত্ব করেন বাপশিস (কেনিক)-এর সভাপতি হাফিজ আহমেদ সিদ্দিক।
অনুষ্ঠানের শুরুতেই অতিথিরা নবনির্বাচিত সদস্যবৃন্দকে ফুল দিয়ে বরণ করে নেন এবং নির্বাচন কমিশনার আমিনুল ইসলাম ভূইয়া শপথ বাক্য পাঠ করান।
অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও আনন্দমুখর পরিবেশে গত ২০ জানুয়ারি দেশের ৪৯টি পলিটেকনিকে একযোগে প্রত্যক্ষ ভোটের মাধ্যমে (২০২১-২২) মেয়াদের এর নির্বাচিত হয়েছেন তারা হলেন- সভাপতিআমান উল্লাহ খান ইউসুফজী, সহ-সভাপতি এএম জহিরুল ইসলাম, নাজমুল হান্নান, শাহ আলম, নুরউদ্দিন মোহাম্মদ আলমগীর, তালাত মাহমুদ জোয়ার্দার, সাধারণ সম্পাদক জিএম আকতার হোসেন, যুগ্ম-সম্পাদক পদে জিন্দার হোসেন খান, মোহাম্মদ মাহাবুব আলম, আব্দুল আওয়াল, এসএম আজম উল্লাহ, সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার আলম, ইসমাইল হোসেন, প্রকাশ সিকদার, শহিদুল ইসলাম শাওন, এমদাদুল হক খাঁন, অর্থ সম্পাদক মোকতার আহমেদ, শিক্ষা ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হেদায়েতুল ইসলাম, প্রযুক্তি ও গবেষণা বিষয়ক সম্পাদক আবু সালেহ মূসা, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মনিরুজ্জামান, সাংস্কৃতিক ও সমাজ কল্যাণ সম্পাদক হেলাল উদ্দীন আহমেদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক জিল্লুর রহমান খান, চাকরি বিষয়ক সম্পাদক মহসীনুল করিম, দপ্তর ও পাঠাগার সম্পাদক নাজমুল হক বখতিয়ার, মহিলা সম্পাদক- নিলুফা খাতুন।
মুক্তিযুদ্ধের চেনার বিশ্বাসী নবনির্বাচিত কমিটি ধানমন্ডি ৩২ নম্বর এ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে তাদের কার্যক্রম শুরু করেন। নবনির্বাচিত কমিটি কারিগরি সেক্টরে সার্বিক উন্নয়নের অঙ্গীকার করেন ও সকলের দোয়া এবং সহযোগিতা কামনা করেন।
বিডি প্রতিদিন/আরাফাত