সাবেক খাদ্যমন্ত্রী ও ঢাকা-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন, বিএনপি জামায়াত কোনো অবস্থানেই সরকারের সফলতা দেখে না, তারা বিভিন্ন ইস্যুতে গুজব ছড়াচ্ছে।
শনিবার (৩০ জানুয়ারি) বিকেলে কেরাণীগঞ্জের রুহিতপুর ইউনিয়ন আওয়ামী লীগের কর্মীসভায় ভার্চুয়ালি যুক্ত তিনি এ মন্তব্য করেন। এসময় তিনি বলেন, বিএনপি দেশে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছে। সবাইকে সতর্ক থাকাতে হবে। সংগঠনকে শক্তিশালী করে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। বিএনপি জামায়াতগোষ্ঠী একের পর এক ষড়যন্ত্র করছে। সরকার সমালোচকদের উচিত জবাব দিয়ে ভ্যাকসিন কার্যক্রম শুরু করতে পেরেছে।
কর্মীসভায় দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন কেরাণীগঞ্জ মডেল থানা আওয়ামী লীগের আহবায়ক ইউসুফ আলী চৌধুরী সেলিম ও যুগ্ম আহবায়ক হাজী আলতাফ হোসেন বিপ্লব।
বিডি প্রতিদিন/হিমেল