হেফাজতে ইসলাম ঢাকা মহানগরীর মহাসচিব মাওলানা মামুনুল হক বলেছেন, দেশের প্রচলিত আইন মেনে ইসলামবিরোধী কাজের সমালোচনা করবে হেফাজতে ইসলাম।
তিনি আজ দুপুরে রাজধানীর খিলগাঁওয়ে মাখজানুল উলুম মাদ্রাসায় হেফাজতের ঢাকা মহানগর কমিটি ঘোষণা অনুষ্ঠানে এ কথা বলেন।
তিনি বলেন, সব রাজনৈতিক মতাদর্শের বাইরে গিয়ে ইসলাম প্রতিষ্ঠায় কাজ করবে হেফাজত। বর্তমানে নিজেদের সংগঠনে কোনো বিরোধ নেই বলেও দাবি করেন মামুনুল হক।
অনুষ্ঠানে জুনায়েদ আল হাবিবকে সভাপতি এবং মামুনুল হককে মহাসচিব করে ঢাকা মহানগরীতে ১ হাজার ৩৩ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন