এইচএসসি পরীক্ষার ফলাফলে অটোপাস প্রসঙ্গ তুলে ধরে জাতীয় পার্টির মহাসচিব জিয়া উদ্দিন বাবলু বলেছেন, এখন তো সব জায়গায় অটোপাস চলছে। অর্থাৎ বিনা পরীক্ষায় পাস। সরকারও বিনা পরীক্ষায় ক্ষমতায় যেতে চায়। এটা লজ্জার ব্যাপার।
আজ রবিবার দুপুরে রংপুরের পল্লী নিবাসে জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি এইচএম এরশাদের কবর জিয়ারত ও পুষ্পার্ঘ্য অর্পণ শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি একথা বলেন।
তিনি বলেন, দুর্নীতির উন্নয়ন হওয়াতে দেশের মানুষের ভাগ্য পরিবর্তন হয়নি। টিআইবি’র প্রতিবেদন অনুযায়ী আমরা ১২তম দুর্নীতি গ্রস্ত দেশ। এটা বলতে আমার লজ্জা হয়। দেশে দুর্নীতির উন্নয়ন হয়েছে। মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন হয়নি। দেশের ৪২ শতাংশ মানুষ এখনও দারিদ্রের মধ্যে রয়েছে। দুর্নীতির উন্নয়ন হচ্ছে। কোথাও সুশাসন নেই।
মহাসচিব পদে আবারও পরিবর্তনের গুঞ্জন শোনা যাচ্ছে সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি পরিবর্তন হবো কিনা, তা নেতাকর্মীরা ভালো করে জানেন। পার্টির হাইকমান্ড সিদ্ধান্ত নেবেন। তবে দল আগের চেয়ে অনেক বেশি সুসংগঠিত ও তৃণমূলেও শক্তিশালী।
এসময় উপস্থিত ছিলেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও রংপুর সিটি কর্পোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা, ভাইস চেয়ারম্যান আদেলুর রহমান আদিল এমপি, প্রেসিডিয়াম সদস্য ও অতিরিক্ত মহাসচিব (চট্টগ্রাম) অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভুঁইয়া, ভাইস চেয়ারম্যান ও রংপুর মহানগর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক এসএম ইয়াসির, ভাইস চেয়ারম্যান ও জাতীয় যুবসংহিতর কেন্দ্রীয় কমিটির আহবায়ক হোসেইন মকবুল শাহরিয়ার আসিফ, কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক হাজী আব্দুর রাজ্জাক প্রমুখ।
বিডি প্রতিদিন/আবু জাফর