ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক বলেছেন, আত্মত্যাগ, আত্মসমালোচনা ও আত্মশুদ্ধ তরুণ প্রজন্ম দেখতে চেয়েছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। যারা মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে বাংলাদেশের নেতৃত্ব দিবে। বঙ্গবন্ধুকে মনে প্রাণে উপলব্ধি করতে হবে, তাহলে দেশে কোন মানুষ বঞ্চিত থাকবে না।
মিরপুর মুক্ত দিবস উপলক্ষে যুবলীগের উদ্যোগে আজ ব্লক-ডি, মিরপুর-১০, একাত্তরের গণহত্যার জল্লাদখানা, বধ্যভূমি স্মৃতিপীঠ এ পুষ্পার্ঘ অর্পণ শেষে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে তিনি একথা বলেন।
আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, বঙ্গবন্ধুকন্যা প্রাধনমন্ত্রী শেখ হাসিনা ইতিমধ্যে ঘোষণা দিয়েছেন বাংলাদেশে কোন মানুষ গৃহহীন থাকবে না। আমার মনে হয় এটাই মুজিব জন্মশতবার্ষিকীর সবচেয়ে বড় উপহার।
অনুষ্ঠানে মুক্তিযোদ্ধা ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু বলেন, বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল বাংলাদেশের প্রতিটি মানুষ ভাল থাকবে, তাদের ন্যায্য অধিকার থাকবে।
ঢাকা-১৬ আসনের সংসদ সদস্য ইলিয়াছ উদ্দিন মোল্লাহ্ বলেন, গণহত্যার কারণে পাকিস্তানকে বাংলাদেশের কাছে ক্ষমা চাইতে হবে।
যুবলীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলে ফাহিমের সভাপতিত্বে ও প্রচার সম্পাদক জয়দেব নন্দীর সঞ্চালনায় আলোচনায় আরও বক্তব্য রাখেন প্রেসিডিয়াম সদস্য নবী নেওয়াজ, ইঞ্জিনিয়ার মৃনাল কান্তি জোদ্দার, আনোয়ার হোসেন, যুগ্মসাধারণ সম্পাদক বদিউল আলম, সাংগঠনিক সম্পাদক কাজী মাজহারুল ইসলাম, সাংস্কৃতিক সম্পাদক বিপ্লব মোস্তাফিজ, কার্যনির্বাহী সদস্য হুমায়ুন কবীর, ঢাকা মহানগর যুবলীগ দক্ষিণের ভারপ্রাপ্ত সভাপতি মাইন উদ্দিন রানা, ঢাকা মহানগর যুবলীগ উত্তরের সহসভাপতি কাজী জহিরুল মানিক।
এ সময় আরও উপস্থিত ছিলেন যুগ্মসাধারণ সম্পাদক রফিকুল আলম সৈকত জোয়ার্দার, দপ্তর সম্পাদক মো. মোস্তাফিজুর রহমান মাসুদ, তথ্য ও যোগাযোগ (আইটি) সম্পাদক মো. সামছুল আলম অনিক, মহিলা সম্পাদক এড. মুক্তা আক্তার, উপগ্রন্থণা ও প্রকাশনা সম্পাদক এড. শেষ নবীরুজ্জামান বাবু, উপ ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক মো. আলতাফ হোসেন, উপ তথ্য ও যোগাযোগ (আইটি) সম্পাদক এন আই আহমেদ সৈকত, উপ সাংস্কৃতিক সম্পাদক ফজলে রাব্বি স্মরণ, সহসম্পাদক মো. মাইদুল ইসলাম, সামিউল আমিন, মো. আলমগীর হোসেন শাহ জয়, কার্যনির্বাহী সদস্য মো. হুমায়ুন কবির, প্রফেসর ড. মো. আরশেদ আলী আশিক, মো. শহিদুল ইসলাম লাকি, এড. মো. সওকাত হায়াত, মো. তারিক আল মামুন, এ বি এম আরিফ হোসেন, কেন্দ্রীয় সদস্য মো. রিপন শেখ, গৌতম গাঙ্গুলী, মো. গোলাম রাব্বানী, মাকসুদুর রহমান, কামরুল হাসান শিপন, তারেক বিন হায়দার রাজন, রোজিনা আক্তার রিমা, সৈয়দ নেয়ামুল ইসলাম নিয়ন, মো. জাকিরুল ইসলাম, অভিমান্যু বিশ্বাস অভি, মো. শাকিল আহমেদ ফরহাদ মিয়া, চৈতালী হালদারসহ কেন্দ্রীয়, মহানগর ও বিভিন্ন ওয়ার্ড নেতৃবৃন্দ।
বিডি প্রতিদিন/আল আমীন