রংপুর জেলা ছাত্রলীগের সভাপতি পদে মেহেদী হাসান সিদ্দিকী রনিকে পুনরায় বহাল করেছে কেন্দ্রীয় ছাত্রলীগ। তার বিরুদ্ধে আনিত ধর্ষণ ও নির্যাতনের অভিযোগ মিথ্যা প্রমাণিত হওয়ায় তাকে তার পদ ফিরিয়ে দেয়া হয়েছে। গতকাল রবিবার (৩১ জানুয়ারী) ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি আল নাহিয়ান ও সাধারণ সম্পাদক লেখক ভট্টচার্য সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
কেন্দ্রীয় ছাত্রলীগের বিজ্ঞপ্তিতে বলা হয়, মেহেদী হাসান সিদ্দিকী রনির বিরুদ্ধে আনিত অভিযোগ আদালতে প্রমাণিত না হওয়ায় তার অব্যাহতি আদেশ প্রত্যাহার করে স্বপদে বহাল করা হলো। একইসঙ্গে আগামী দুই মাসের মধ্যে সাংগঠনিক নিয়ম অনুযায়ী রংপুর জেলা ছাত্রলীগের সম্মেলন আয়োজনের নির্দেশ প্রদান করা হলো। অন্যথায় কমিটি বিলুপ্ত বলে গণ্য হবে।
এর আগে, গত বছরের ৫ সেপ্টেম্বর ছাত্রলীগ সভাপতি মেহেদী হাসান সিদ্দিকী রনির বিরুদ্ধে প্রতারণামূলক বিয়ের মাধ্যমে একাধিকবার ধর্ষণ ও নারী নির্যাতনের অভিযোগে মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি থানায় মামলা করেছিলেন এক স্কুলশিক্ষিকা। এ ঘটনায় ওই বছরের ১০ অক্টোবর মেহেদী হাসান সিদ্দিকী রনিকে রংপুর জেলা ছাত্রলীগের সভাপতির পদ থেকে অব্যাহতি দেয়া হয়।
মেহেদী হাসান রনি বলেন, আমার বিরুদ্ধে আনা অভিযোগ মিথ্যা প্রমাণিত হওয়ায় আমাকে পদ ফিরিয়ে দেয়া হয়েছে। ঐতিহ্যবাহি সংগঠন ছাত্রলীগকে গতিশীল করতে আমি আগামীতে কাজ করে যাব।
বিডি-প্রতিদিন/সিফাত আব্দুল্লাহ