ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) প্রধান কার্যালয় নগর ভবনের সামনের ফুটপাতে অবৈধভাবে স্থাপিত অস্থায়ী দোকানের বিরুদ্ধে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেছে ডিএসসিসি।
সোমবার সন্ধ্যায় ডিএসসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট এ এইচ ইরফান উদ্দিন আহমেদের নেতৃত্বাধীন ভ্রাম্যমাণ আদালত এই অভিযান পরিচালনা করে। এ সময় আদালত অবৈধভাবে স্থাপিত অস্থায়ী ১২টি দোকান উচ্ছেদ করে এবং উচ্ছেদকৃত মালামাল স্পট নিলামের মাধ্যমে নগদ ৫০ হাজার ৫০০ টাকায় বিক্রি করেন।
অভিযানকালে অবৈধভাবে ফুটপাত দখল এবং সরকারি কাজে বাধা দেওয়ায় ভ্রাম্যমাণ আদালত ৪ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও নিষিদ্ধ হওয়ার পরেও  নগর ভবনের সামনে অবৈধভাবে লেগুনা স্ট্যান্ড করায় একজনকে ৩ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করে। 
 
মো. কবির শেখকে ১৪ দিন, মো. পন্ডিত আলী হাওলাদারকে ১৫ দিন, মো. সোহেলকে ১০ দিন, টুটুল দাশকে ১৫ দিনের কারাদণ্ড প্রদান করা হয়।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন