বরিশাল বিভাগীয় ডাকঘরের প্রধান কার্যালয় থেকে এক গ্রাহকের ফিক্সড ডিপোজিটের বই চুরির ঘটনায় এক নারীকে পুলিশ আটক করেছে। মঙ্গলবার (২ ফেব্রুয়ারী) বিকেলে ডাকঘর কর্তৃপক্ষ ওই বইসহ অভিযুক্ত নারীকে আটক করে থানায় সোপর্দ করে।
ভারপ্রাপ্ত পোস্ট মাস্টার জয়নুল আবেদীন খান জানান, ওই নারী চুরি করা বই দিয়ে টাকা উত্তোলন করার চেষ্টা করছিলেন। এই কাজে তার বোনের মেয়েকেও ব্যবহার করেন। কিন্তু টাকা তুলে নেওয়ার আগেই আটক করে তাকে পুলিশে সোপর্দ করা হয়েছে।
মেট্রোপলিটন পুলিশের কোতয়ালী মডেল থানার ওসি মো. নুরুল ইসলাম জানান, বই চুরির অভিযোগে প্রকৃত বইয়ের মালিক বাদী হয়ে একজনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। গ্রেফতারকৃতকে বুধবার (৩ ফেব্রুয়ারী) আদালতে সোপর্দ করা হবে।
মামলা সূত্রে জানা যায়, গত ২৬ জানুয়ারি বরিশাল বিভাগীয় ডাকঘরের প্রধান কার্যালয় থেকে মদিনা আক্তার মিমের ফিক্সড ডিপোজিটের তিন লাখ টাকার বই (নম্বর এফডি-১৩২৬৯১) চুরি করে নিয়ে যান ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার দপদপিয়া ইউনিয়নের বাসিন্দা ঝর্না বেগম। ডাকঘর কর্তৃপক্ষের দায়িত্ব অবহেলায় ওই দিন বই চুরির ঘটনা ঘটে বলে দাবি করেন মদীনা আক্তার।
মঙ্গলবার চুরি যাওয়া বই নিয়ে টাকা তোলার চেষ্টা করেন ঝর্না বেগম (৩২) ও তার বোনের মেয়ে সোহাগী আক্তার শ্রাবনী। এসময় ডাকঘরের কর্মচারীরা ঝর্না বেগমকে আটক করে থানায় সোপর্দ করে। তবে ঝর্না বেগমের বোনের মেয়েকে চুরির কাজে ব্যবহার করলেও সে জানতো না আসলে তিনি কি করছেন। তার খালা তাকে বই জমা দিতে বলায় সে জমা দেয়। এ কারণে তাকে মামলার আসামী করা হয়নি বলে জানান বাদী অভিযোগকারী মদিনা আক্তার মিম।
বিডি-প্রতিদিন/সিফাত আব্দুল্লাহ