খুলনায় মাদক মামলায় নূর মোহাম্মদ বাবু (২৬) নামে এক আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সাথে তাকে ১০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।
আজ বুধবার অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক এসএম আশিকুর রহমান এ রায় ঘোষণা করেন। মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী (এপিপি) কাজী সাব্বির আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন। দণ্ডপ্রাপ্ত নূর মোহাম্মদ বাবু নগরীর শেরে বাংলা রোড আমতলা এলাকার আব্দুল আজিজ মোল্লার ছেলে।
জানা যায়, ২০১৩ সালের ২০ জুন নগরীর শেরে বাংলা রোড শিল্পকলা একাডেমির সামনে থেকে ১২৪ বোতল ফেনসিডিলসহ গ্রেফতার হয় নূর মোহাম্মদ বাবু। এ ঘটনায় গোয়েন্দা পুলিশ পরিদর্শক শাহ মো. আওলাদ হোসেন বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন।
তদন্ত কর্মকর্তা রাশিদুল ইসলাম ২০১৩ সালের ১৪ সেপ্টেম্বর নূর মোহাম্মদকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দেয়। মামলায় ১৫ জন সাক্ষীর মধ্যে ছয় জন সাক্ষ্য প্রদান করেন। রায় ঘোষণাকালে আসামি নূর মোহাম্মদ আদালতে উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/আবু জাফর