ট্রেনে কাটা পড়ে রাজধানীর উত্তরায় রেললাইন পার হওয়ার সময় অজ্ঞাতপরিচয় এক তরুণীর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল সোয়া ১০টার দিকে উত্তরা ৮ নম্বর সেক্টর জয়নাল মার্কেট রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে। বোরকা পরিহিত ওই তরুণীর বয়স আনুমানিক ৩০ থেকে ৩২ বছর।
বিমানবন্দর পুলিশ ফাঁড়ির (এএসআই) মো. মহিউদ্দিন গণমাধ্যমকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, বৃহস্পতিবার সকাল সোয়া ১০টার দিকে উত্তরা ৮ নম্বর সেক্টর জয়নাল মার্কেট রেলক্রসিংয়ে এলাকায় পায়ে হেঁটে রেললাইন পার হচ্ছিলেন ওই নারী। এসময় উভয় লাইন দিয়ে ট্রেন আসলে কাটা পড়ে তিনি ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে ঢাকা রেলওয়ে থানা পুলিশ মরদেহ উদ্ধার করে।
বিডি-প্রতিদিন/শফিক