ময়মনসিংহের ফুলপুর পৌরসভার নির্বাচনে বিএনপির মেয়র পদপ্রার্থী আমিনুল হকের নির্বাচনী পথসভায় আওয়ামী লীগ প্রার্থীর সমর্থকদের হামলা এবং নির্বাচনী অফিস ও সাবেক এমপি অ্যাডভোকেট আবুল বাসার আকন্দের বাসা ভাঙচুরের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে বিএনপি।
সুষ্ঠু নির্বাচনের পরিবেশ ফিরিয়ে আনার জন্য প্রশাসন ও নির্বাচন কমিশনের প্রতি আহবানও জানানো হয় সংবাদ সম্মেলন থেকে।
বৃহস্পতিবার দুপুরে ময়মনসিংহ প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স।
এ সময় ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপি’র যুগ্ম-আহ্বায়ক জাকির হোসেন বাবলু, উত্তর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম-আহ্বায়ক মোতাহার হোসেন তালুকদার, মহানগর বিএনপির আহ্বায়ক অধ্যাপক এ কে এম শফিকুল ইসলাম, আবু ওয়াহাব আকন্দসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেন, বুধবার রাতে আওয়ামী লীগ প্রার্থীর সমর্থকরা বিএনপি প্রার্থীর নির্বাচনী সভায় হামলা চালিয়ে মাইক ও চেয়ার ভাঙচুর করে সভা পণ্ড করে দেয়। এ সন্ত্রাসী ঘটনার সাথে জড়িতদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন