গাজীপুরের শ্রীপুরে একটি কারখানায় ভয়াবহ আগুন ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট প্রায় তিন ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে। এ ঘটনায় কারখানার প্রায় ২১ জন আহত হয়েছেন।
বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪টায় আগুনের সূত্রপাত হয়।
গাজীপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের উপ-পরিচালক আব্দুল হামিদ মিয়া জানান, আগুন লাগার খবরে প্রথমে শ্রীপুর ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট কাজ শুরু করে। পরে আগুনের ভয়াবহতা বেশি হওয়ায় জয়দেবপুর, টঙ্গী ও পার্শ্ববর্তী ময়মনসিংহের ভালুকাসহ মোট ৮টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ শুরু করে। তবে হতাহতের সংখ্যা ও আগুন লাগার কারণ নিশ্চিত করতে পারেননি এ কর্মকর্তা।
বিডি প্রতিদিন/আরাফাত