রাজধানীর গুলশানে একটি রেস্টুরেন্টে অনলাইন শপিংমেলায় অভিযান পরিচালনা করেছে ভ্যাট গোয়েন্দার একটি দল। মেলায় ভ্যাট ফাঁকির মহোৎসব দেখতে পায় গোয়েন্দারা।
আজ শুক্রবার গুলশান এক নম্বরে ‘ওপ্লে’ নামে একটি রেস্টুরেন্টে দিনব্যাপী মেলায় ১৯টি অনলাইন শপ অংশ নেয়। রেস্টুরেন্টটির উদ্যোগে এ মেলা অনুষ্ঠিত হচ্ছিল।
খবর পেয়ে ভ্যাট গোয়েন্দার দলটি বিকেল ৪টায় সেখানে অভিযান পরিচালনা করে। অভিযানে দেখা যায় ১৯টির মধ্যে মাত্র দুটি অনলাইন শপের ভ্যাট নিবন্ধন রয়েছে। তবে তারা নিয়মিত ভ্যাট ও রিটার্ন জমা দেয় না।
অন্যদিকে, বাকি ১৭টি অনলাইন শপের ভ্যাট নিবন্ধনই নেই। ভ্যাট আইন অনুসারে ভ্যাট নিবন্ধন না নিয়ে কোনো ব্যবসা পরিচালনা করা যায় না। অনলাইন কেনাকাটায় পাঁচ শতাংশ হারে ভ্যাট প্রযোজ্য এবং প্রতি মাসের হিসাব পরবর্তী মাসের ১৫ তারিখের মধ্যে ভ্যাট অফিসে রিটার্ন দাখিল করা বাধ্যতামূলক।
ভ্যাট গোয়েন্দার সহকারী পরিচালক মুহাম্মদ মহি উদ্দিন অভিযানে নেতৃত্ব দেন।
প্রাথমিক অনুসন্ধানে দেখা যায়, গুলশানের ওই রেস্টুরেন্টটি এর আগেও দুই বার একই প্রাঙ্গনে অনলাইন শপিংমেলার আয়োজন করেছিল। তখনও ভ্যাট নিবন্ধন ব্যতিরেকে পণ্য বিক্রয় হয়েছে।
ভ্যাট গোয়েন্দা দলের সদস্যরা মেলায় অংশ নেওয়া প্রত্যেকটি স্টলের মালিকদের ব্যক্তিগত ও ব্যবসায়িক তথ্য সংগ্রহ করেছে। তাদের কাছ থেকে আজকের বিক্রয়ের হিসাব নিয়েছে। পরবর্তীতে আজকের প্রকৃত বিক্রির ওপর ভ্যাট আদায়ের ব্যবস্থা নেওয়া হবে।
ভ্যাট আইন লঙ্ঘনের কারণে অনলাইনশপগুলোর বিরুদ্ধে অন্যান্য আইনানুগ ব্যবস্থাও গ্রহণ করবে ভ্যাট গোয়েন্দা দল। মেলায় অংশ নেওয়া স্টলের মধ্যে ছিল নারীদের পোশাক ও জুয়েলারি পণ্য।
বিডি প্রতিদিন/আরাফাত