খুলনা নগরীর শিববাড়ি মোড়ে একটি পরিবহন কোম্পানির সহকারী সাব্বির হত্যায় মূল আসামি রিকশাচালক হাসান শেখ (১৯) আদালতে জবানবন্দি দিয়েছেন।
শনিবার বিকালে হত্যার ঘটনায় দায় স্বীকার করে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারোয়ার আহমেদের আদালতে জবানবন্দি দেন হাসান শেখ।
তিনি মহানগরীর গোবরচাকা এলাকার ইলিয়াস শেখের ছেলে। জবানবন্দির পর তাকে কারাগারে পাঠানো হয়েছে।
এর আগে শুক্রবার রাতে নবীনগর এলাকা থেকে হাসান শেখকে গ্রেফতার করে পুলিশ। হত্যাকাণ্ডের ওই স্থানে হাসান শেখ প্রতিদিন রিকশা রাখতো। ওই সূত্র ধরেই তাকে গ্রেফতার করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা ও সোনাডাঙ্গা থানা পুলিশের উপ-পরিদর্শক সুশান্ত দাস এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, বৃহস্পতিবার রাতে শিববাড়ি মোড়ে বাস রেখে হাসানের রিকশায় বার্মাশিল এলাকায় মদ খেতে যায় সাব্বির। পরে একই রিকশায় বাসের কাছে ফিরে ভাড়া না দিয়ে রিকশাচালককে গালাগাল শুরু করে সে। এ সময় সাব্বিরের সঙ্গে রিকশাচালক হাসানের হাতাহাতি হয়। একপর্যায়ে রিকশার সিটের নিচে থাকা ছুরি এনে সাব্বিরকে কুপিয়ে বাসের মধ্যে ফেলে রেখে চলে যায় হাসান শেখ। পরে অতিরিক্ত রক্তক্ষরণে সাব্বির মারা যায়।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন