খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) সংরক্ষিত ১০ নম্বর আসনের (ওয়ার্ড ২৯, ৩০ ও ৩১) উপ-নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত কাউন্সিলর প্রার্থী রেকসোনা কালাম লিলি বিপুল ভোটে জয়লাভ করেছেন।
তিনি আনারস প্রতীক নিয়ে ভোট পেয়েছেন ৭ হাজার ৩৫৩টি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি সমর্থিত প্রার্থী রোকেয়া ফারুক বই প্রতীক নিয়ে ভোট পেয়েছে ৭৬৩টি।
শনিবার সন্ধ্যায় নির্বাচন কমিশন বেসরকারিভাবে এ ফলাফল ঘোষণা করে। জানা যায়, তিন ওয়ার্ডে মোট ভোটার ছিল ৬৫ হাজার ১৫০ জন। এরমধ্যে ভোট দিয়েছেন আট হাজার ১১৬ জন।
বিডি প্রতিদিন/এ মজুমদার