বাংলাদেশ ফ্রোজেন ফুডস এক্সপোর্টার্স এসোসিয়েশনের দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার (১৩ ফেব্রুয়ারি) ব্যালটের মাধ্যমে সকাল ৯ টা থেকে বিকাল ৩টা পর্যন্ত উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে ৬০ জন ভোটারের মধ্যে ৫৭ জন ভোট প্রদান করেন।
খুলনাঞ্চল থেকে ৯টি পরিচালক পদের জন্য শেখ আব্দুল বাকী এবং কাজী বেলায়েত হোসেন সমর্থিত দু'টি প্যানেলের ১৭ জন প্রার্থী নির্বাচনে অংশ নেন। এর মধ্যে শেখ আব্দুল বাকী সমর্থিত প্যানেলের ৮ জন ও কাজী বেলায়েত হোসেন সমর্থিত প্যানেলের একজন মোট ৯ জন পরিচালক নির্বাচিত হয়েছেন।
নির্বাচিতদের মধ্য থেকে এম খলিলুল্লাহকে সংগঠনের কেন্দ্রীয় কমিটির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এবং এস হুমায়ুন কবীরকে ভাইস প্রেসিডেন্ট নির্বাচন করা হয়। নির্বাচিতরা আগামী দুই বছর সংগঠনের দায়িত্ব পালন করবেন।
এদিকে, সংগঠনের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন চট্রগ্রামের আর্ক সী ফুডস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আমিন উল্লাহ। চট্টগ্রাম অঞ্চল থেকে ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন আশরাফ হোসেন মাসুদ।
বিডি-প্রতিদিন/সিফাত আব্দুল্লাহ