বিশ কিছুদিন ধরে এক শ্রেণির অসাধু ব্যবসায়ী মডার্ণ হারবাল গ্রুপের রেজিস্ট্রার্ড পণ্য সুপার গোল্ড কস্তুরি ও এমএক্সএন জিনসেং প্লাস নকল করে বাজারজাত করে আসছে। অথচ মডার্ণ হারবাল গ্রুপ অনেক দিন ধরে এ পণ্য দুটি উৎপাদন ও বাজারজাত করণ বন্ধ রেখেছে।
এমতাবস্থায় মডার্ণ হারবাল গ্রুপের চেয়ারম্যান বিশিষ্ট হারবাল গবেষক ও চিকিৎসক ডা. আলমগীর মতি সতর্কীকরণ বিজ্ঞপ্তির মাধ্যমে এ পণ্য দুটি ক্রয় করার ক্ষেত্রে সতর্ক থাকার জন্য অনুরোধ জানিয়েছেন।
উল্লেখ্য, মডার্ণ হারবাল গ্রুপ মানব উন্নয়নে বিভিন্ন বৈচিত্র্যের পণ্য বাজারজাত করেছে। তারমধ্যে হারবাল, ইউনানী, আর্য়ুবেদিক, হোমিও, টয়লেট্রিজ ও স্বাস্থ্য সচেতণমূলক খাদ্য, পথ্য ও ঔষধসমূহ অন্যতম।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন