ময়মনসিংহ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি মো. আমিনুল হক শামীম বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকার মানুষের ভাগ্য উন্নয়নের জন্য কাজ করছে। সেই ধারাবাহিকতায় দেশের সকল রাস্তাঘাট পাকাকরণে যাতায়াত সহজ হয়েছে। মানুষের কষ্ট লাঘবে প্রত্যন্ত অঞ্চলের সড়ক সংস্কার ও জলাবদ্ধতা নিরসনে ব্যাপক কর্মযজ্ঞও চলছে।
শনিবার সন্ধ্যায় ময়মনসিংহের চর ঈশ্বরদীয়া হরিপুরে 'চরঞ্চলের রাস্তা ঘাট উন্নয়ন ও জলবদ্ধতা নিরসন' বিষয়ক' আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধনকালে এসব কথা বলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মহানগর আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব এহতেশামুল আলম, প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড, মোয়াজ্জেম হোসেন বাবুল।
এছাড়াও সভায় বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের মোর্সেদুল আলম জাহাঙ্গীর, এম এ কদ্দুস, শওকত জাহান মুকুল, আবু সাঈদ দ্বীন ইসলাম ফকরুল, এমদাদুল হক মন্ডল, শাহরিয়ার মো রাহাত খান, শাহ শওকত ওসমান লিটন, সোমনাথ সাহা, মো শাহিনুর রহমান প্রমুখ।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন
 
                         
                                     
                                                             
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        