দ্বিতীয়বারের মতো ঢাকা বিলিয়ার্ড সেন্টার অনার্স এসোসিয়েশনের সভাপতি হয়েছেন সিরাজুল ইসলাম।
গত ৩০ মার্চ এসোসিয়েশনের সকল সদস্যের সম্মতিক্রমে সিরাজুল ইসলামকে সভাপতি করা হয়।
রাকিব আহমেদকেও পুনরায় সাধারণ সম্পাদক করা হয়। তারা দু'জনেই দুই বছরের জন্য নির্বাচিত হয়েছেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন ঢাকা বিলিয়ার্ড সেন্টার অনার্স এসোসিয়েশনের প্রধান অতিথি কর্নেল অব. রহুল আমীন, বিশেষ অতিথি ছিলেন আরেক উপদেষ্টা রেজাউল ইসলাম।
জানানো হয়, আগামী ৭ এপ্রিলের মধ্যে বাকি কমিটি হবে।
অনুভূতি প্রকাশ করে সিরাজুল ইসলাম বলেন, আমি দায়িত্ব নেওয়ার পর এসোসিয়েশনের সকলের মতামতকে প্রাধান্য দিয়ে কাজ করার চেষ্টা করেছি। হয়তো সে কারণেই পুনরায় আমাকে সভাপতি করা হয়েছে। এসময় তিনি এসোসিয়েশনের সকল সদস্যের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
বিডি প্রতিদিন/আরাফাত/রনি