করোনাভাইরারেস সংক্রমণ রোধে সারাদেশে এক সপ্তাহের সর্বাত্মক লকডাউন চলছে। আগামী ২১ এপ্রিল মধ্যরাত পর্যন্ত এ লকডাউন চলবে। লকডাউন মানাতে কঠোর অবস্থানে আইন-শৃঙ্খলা বাহিনী।
লকডাউনে জরুরি প্রয়োজন ছাড়া বাইরে বের হওয়ায় নিষেধাজ্ঞা থাকলেও মানুষজনের অজুহাতের শেষ নেই। এমনকি জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন দিয়েও বাইরে যাওয়ার উপায় খোঁজছেন অনেকেই।
অনেকেই লকডাউনের মধ্যে বাজার করতে বাইরে যেতে পারবেন কিনা, পারিবারিক কারণ দেখিয়ে, আত্মীয়ের বাসায় যাওয়ার বিষয়েও কল করা হচ্ছে ৯৯৯ নম্বরে। মুভমেন্ট পাস না পেলে কীভাবে বাইরে যাবেন সেই বিষয়ও জানতে চেয়েছেন অনেকে।
এ বিষয়ে ৯৯৯-এ দায়িত্বরত একজন পুলিশ কর্মকর্তা জানান, জরুরি প্রয়োজনে বাইরে যেতে ‘মুভমেন্ট পাস’ চালু করেছে পুলিশ। মুভমেন্ট পাস সার্ভারে ঢুকতে পারছেন না, কিংবা ধীরগতি সেজন্যও অনেকে ৯৯৯-এ ফোন দিচ্ছেন। তারা কীভাবে মুভমেন্ট পাস পেতে পারেন সেসব বিষয়ও জানতে চাচ্ছেন।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন