সংস্কার ও উন্নয়ন কাজের জন্য শুক্রবার নারায়ণগঞ্জ ও মুন্সিগঞ্জের বিভিন্ন এলাকায় ভোর সাড়ে ৪টা থেকে দুপুর ১২টা পর্যন্ত সাড়ে ৭ ঘণ্টা গ্যাস সংযোগ বন্ধ থাকবে।
হরিপুর এলাকায় তিতাসের ভালব প্রতিস্থাপন কাজের জন্য এই গ্যাস সংযোগ বন্ধ থাকবে। বুধবার এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।
যেসকল এলাকায় গ্যাস থাকবে না-শীতলক্ষা নদীর পশ্চিম পাশের নারায়ণগঞ্জ শহর এলাকা, সিদ্ধিরগঞ্জ, আদমজী ইপিজেড, গোদনাইল, পাগলা, ফতুল্লা, নারায়ণগঞ্জ বিসিক, পঞ্চবটি থেকে মুন্সিগঞ্জের মুক্তারপুর পর্যন্ত এলাকা, মুন্সিগঞ্জ সদর, মুন্সিগঞ্জ বিসিক, রেকাবী বাজার ও তৎ-সংলগ্ন এলাকা।
শীতলক্ষা নদীর পূর্ব পাশে কাঁচপুর, হরিপুর, কুতুবপুর, মদনপুর, বন্দর এলাকা, কেওডালা, লাঙ্গলবন্দ ও এর আশেপাশের এলাকার সকল শ্রেণির গ্রাহকদের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। তাছাড়া কেরানীগঞ্জ ও শ্যামপুর এলাকায় গ্যাসের অল্প চাপ বিরাজ করবে। এসময় গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেন তিতাস গ্যাস কর্তৃপক্ষ।
বিডি প্রতিদিন/এমআই