মাদারীপুরের পদ্মা নদীর বাংলাবাজার ঘাটে স্পিডবোট দুর্ঘটনায় ২৬ জনের প্রাণহানীসহ সকল নৌ দুর্ঘটনায় দায়ীদের সর্বোচ্চ শাস্তি ও নিরাপদ নৌপথের দাবিতে নারায়ণগঞ্জে মানববন্ধন হয়েছে।
মঙ্গলবার দুপুরে নারায়ণগঞ্জের ৫ নম্বর খেয়াঘাট এলাকায় শীতলক্ষ্যা নদীর তীরে নিরাপদ নৌপথ চাই সংগঠনের উদ্যোগে এই মানববন্ধনের আয়োজন করা হয়।
নিরাপদ নৌপথ চাই সংগঠনের সিনিয়র সহ-সভাপতি মো. শাহ আলমের সভাপতিত্বে মানববন্ধনে উপস্থিত ছিলেন সংগঠনের সেক্রেটারি জেনারেল মো. সবুজ শিকদার, কবির হোসেন, নিজামউদ্দিন, পান্না মিয়া, মিরাজ খান ও স্বপন মিয়া প্রমুখ।
বিডি প্রতিদিন/এমআই