৭ মে, ২০২১ ২০:১১

রাসিক মেয়রের সঙ্গে এফবিসিসিআই পরিচালক শামসুজ্জামানের সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

রাসিক মেয়রের সঙ্গে এফবিসিসিআই পরিচালক শামসুজ্জামানের সাক্ষাৎ

ব্যবসায়ী-শিল্পপতিদের শীর্ষ সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) এর পরিচালক নির্বাচিত হয়েছেন রাজশাহীর ব্যবসায়ী মো. শামসুজ্জামান আওয়াল। 

এফবিসিসিআই’র পরিচালক নির্বাচিত হওয়ায় রাজশাহী মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তিনি। 

শুক্রবার বিকালে নগর ভবনে সাক্ষাৎকালে মেয়রকে ফুলেল শুভেচ্ছা জানান তিনি। 

এরপর কাদিরগঞ্জে মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক জাতীয় চার নেতার অন্যতম সংগঠক শহীদ এএইচএম কামারুজ্জামানের কবরে পুষ্পস্তবক অর্পণ করেন ব্যবসায়ী মো. শামসুজ্জামান আওয়াল।

উল্লেখ্য, ৫ মে পরিচালনা পর্ষদের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় এফবিসিসিআই’র পরিচালক নির্বাচিত হন ব্যবসায়ী মো. শামসুজ্জামান আওয়াল। তিনি পলাশী এগ্রো ইন্ডাস্ট্রির চেয়ারম্যান, গোল্ড অ্যাসোসিয়েট প্রাইভেট লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর, জেড অ্যান্ড কে প্রাইভেট লিমিটেডের ডিরেক্টর, মো. শামসুজ্জামান ডেভেলপারস’র প্রোপ্রাইটার ও সিল্কসিটি মিডিয়া লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর। 

এর আগে তিনি রাজশাহী চেম্বার অব কর্মাস অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালকসহ বিভিন্ন ব্যবসায়ী সংগঠনে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।

বিডি-প্রতিদিন/বাজিত হোসেন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর