২৩ জুন, ২০২১ ২০:৫০

বিদায় সংবর্ধনায় ‘খুলনার বন্ধু’ উপাধি পেলেন জেলা প্রশাসক

নিজস্ব প্রতিবেদক, খুলনা

বিদায় সংবর্ধনায় ‘খুলনার বন্ধু’ উপাধি পেলেন জেলা প্রশাসক

খুলনার জেলা প্রশাসক মোহাম্মদ হেলালের বিদায়ী সংবর্ধনা।

খুলনার উন্নয়ন, স্বাস্থ্যসেবায় মানবিক উদ্যোগ ও সামাজিক কর্মকান্ডে অসামান্য অবদান রাখায় বিদায়ী জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেনকে ‘খুলনার বন্ধু’ উপাধি দিলেন সংবাদকর্মীরা।

বুধবার খুলনা প্রেস ক্লাবে জেলা প্রশাসকের বিদায়ী অনুষ্ঠানে তাকে এ উপাধি দেওয়া হয়। এতে সভাপতিত্ব করেন খুলনা প্রেস ক্লাবের সভাপতি এসএম জাহিদ হোসেন।

জানা যায়, খুলনায় করোনাকালে উপজেলা পর্যায়ে অক্সিজেন সরবরাহ চালু, শেখ হাসিনা মেডিকেল বিশ্ববিদ্যালয় অনুমোদন, বঙ্গবন্ধু বোটানিক্যাল গার্ডেন, মোবাইল অ্যাপসের মাধ্যমে কৃষকের চাল সংগ্রহ, দেড় লাখ খুদে কণ্ঠে বঙ্গবন্ধুর ভাষণ, মুজিববর্ষে ১৯ হাজার ২০০ বার কোরআন খতমসহ নানা কাজে প্রশংসিত হয়েছেন জেলা প্রশাসক হেলাল হোসেন। তার সৃজনশীল কর্মকান্ডের মাধ্যমে খুলনা জেলা সারা দেশের মধ্যে আলাদা মর্যাদা অর্জন করেছে। এছাড়া তিনি করোনাকালে মানবিক সহায়তা প্রদান, এতিমখানার শিশুদের কোরবানীর পশু বিতরণ, যৌনপল্লীর শিশুদের উন্নত আবাসন ও উচ্চ শিক্ষার ব্যবস্থা করেছেন।

সংবাদকর্মীরা বলেন, বিদায়ী জেলা প্রশাসক খুলনার সামাজিক রাজনৈতিক ব্যক্তি ও জনপ্রতিনিধিদের সাথে একত্রিত হয়ে খুলনার উন্নয়নে কাজ করেছেন। অনুষ্ঠানে জেলা প্রশাসক বলেন, উন্নয়নে সঠিক পথেই আছে খুলনা।জনপ্রতিনিধিদের সাথে সমন্বয় করে উন্নয়ন প্রকল্পগুলো বাস্তবায়ন করা গেলে বদলে যাবে এ অঞ্চল।

এতে বক্তৃতা করেন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক হাসান আহমেদ মোল্লা, খুলনা সাংবাদিক ইউনিয়নের সভাপতি মুন্সি মাহবুব আলম সোহাগ, জ্যেষ্ঠ সাংবাদিক মকবুল হোসেন মিন্টু, শেখ আবু হাসান, এ কে হিরু, ফারুক আহমেদ, মল্লিক সুধাংশু, সাংবাদিক নেতা মোজাম্মেল হক হাওলাদার, অমিয় কান্তি পাল, এসএম সাহিদ হোসেন, রকিব উদ্দিন পান্নু, তরিকুল ইসলাম, মাকসুদুর রহমান ও মাহবুবুর রহমান মুন্না।

বিডি প্রতিদিন/এমআই

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর