বিডি প্রতিদিন/এ মজুমদার
শিরোনাম
- ভালুকায় যৌথ অভিযানে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার
- চলে গেলেন দক্ষিণের কিংবদন্তি অভিনেতা কোটা শ্রীনিবাস রাও
- যে কারণে কমেডিয়ান রোজির নাগরিকত্ব কেড়ে নিতে চান ট্রাম্প
- বনানীতে সড়ক অবরোধ সিএনজি চালকদের, তীব্র যানজটে দুর্ভোগ
- শাহীন ডাকাত বাহিনীর ক্যাশিয়ার ইকবালসহ গ্রেফতার ২
- মিটফোর্ডে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি
- সারা দেশে বৃষ্টির আভাস, তাপমাত্রা কমতে পারে ২ ডিগ্রি
- এনবিআরের আন্দোলনকে সরকারবিরোধী রূপ দেওয়ার ষড়যন্ত্র ছিল: জ্বালানি উপদেষ্টা
- সাবেক এমপি নদভীর পিএস গ্রেফতার
- অস্ট্রেলিয়াকে অল্পেই গুঁড়িয়ে দিয়ে স্বস্তিতে নেই উইন্ডিজও
- ঝিনাইদহে ডিবি পরিচয়ে আওয়ামী লীগ নেতাকে অপহরণ, আটক ৪
- এ সপ্তাহে বড় ধরনের অগ্রগতি ঘটাতে চায় কমিশন : আলী রীয়াজ
- ইউক্রেন যুদ্ধ: রাশিয়ার যেকোনও কাজের প্রতি নিঃশর্ত সমর্থনের ঘোষণা কিমের
- ত্বকের ক্ষতি করতে পারে যেসব খাবার
- দেখার কেউ নেই শাবির অর্ধকোটি টাকার টেনিস কোর্ট
- পরকীয়া সন্দেহে স্ত্রীর গায়ে ছুরি, হাসপাতালে অভিনেত্রী
- আইনশৃঙ্খলা চ্যালেঞ্জিং হলেও নির্বাচন সম্ভব : বিবিসি বাংলাকে সিইসি
- পটিয়ায় বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে বৃক্ষরোপণ
- আবু সাঈদ হত্যা ও আশুলিয়ায় লাশ পোড়ানো: ১২ আসামি ট্রাইব্যুনালে
- স্বেচ্ছাসেবক দলনেতার পদত্যাগ
রাজশাহীতে কৃষি কর্মকর্তার মরদেহ উদ্ধার, স্বামী গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক, রাজশাহী:
অনলাইন ভার্সন

রাজশাহীর পুঠিয়ায় খাদিজা আক্তার (৪৫) নামের এক উপসহকারী কৃষি কর্মকর্তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত খাদিজা বেগম উপজেলার জিউপাড়া ইউনিয়নের ডাঙ্গাপাড়া গ্রামের ওহাব আলীর স্ত্রী। তিনি পবা উপজেলা কৃষি অফিসের উপসহকারী কৃষি কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন। খাদিজাকে পরিকল্পিতভাবে হত্যার অভিযোগ এনে থানায় মামলা হয়েছে। এ ঘটনায় খাদিজার স্বামী ওহাব আলীকে গ্রেফতার করেছে পুলিশ।
পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহরাওয়ার্দী হোসেন জানান, খাদিজার স্বামী তাদের জানিয়েছেন, মঙ্গলবার রাতে খাবার খেয়ে খাদিজা আক্তার, তার স্বামী ও শিশু সন্তানসহ ঘুমিয়ে পড়েন। রাতে বিছানায় না দেখে খাদিজার স্বামী ঘরের বাইেের এসে দেখেন, বাড়ির পুরাতন একটি ঘরের তীরের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তার স্ত্রী খাদিজা আছে। সেসময় তার স্বামী ও বাড়ির অন্যান্য সদসদের সহযোগিতায় তাকে তীর থেকে নামানো হয়। ততক্ষণে সে মারা যায়। পরে পুঠিয়া থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
খাদিজা আক্তারের ভাই আবুল কালাম বলেন, মরদেহের শরীরে আত্মহত্যার কোনো আলামত নেই। তাকে কৌশলে মেরে ফেলা হয়েছে। তাছাড়া ওই বাড়ির পাশের কোনো লোক খাদিজাকে ফাঁসিতে ঝুলতে দেখেনি। প্রতিবেশী আব্দুল্লাহ বলেন, ওহাব আলী ও খাদিজা আক্তারের বিয়ে হয়েছে প্রায় ২০ বছর আগে। খাদিজার পিতার বাড়ি বগুড়া জেলা সদরে। চাকরির কারণে তারা দুজনই রাজশাহী শহরে ভাড়া বাড়িতে থাকেন। কিন্তু প্রতি সপ্তাহের শুক্র ও শনিবার গ্রামের বাড়িতে চলে আসেন। ওহাব নগরীর পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজে প্রদর্শক হিসেবে কর্মরত। সে তার স্ত্রীর উপর মাঝে মধ্যে নির্যাতন করতো। মঙ্গলবার বিকালেও তাদের মধ্যে ঝগড়া হয়েছে। এরপর রাতে কি হয়েছে তা পাশের বাড়ির কেউ জানেন না। ভোরে তার স্বামীর বাড়ির লোকজন বলছেন, খাদিজা আত্নহত্যা করেছেন।
নিহতের ছেলে গালিব (৯) বলেন, ‘ঘটনার রাতে এই বাড়িতে তারা তিন ভাই মা-বাবা ও দাদী ছাড়া কেউ ছিলেন না। রাতে আমরা সবাই ঘুমিয়ে ছিলাম। বাবা ও মার মধ্যে কোনো ঝগড়া বা মারামারি আমরা দেখতে পাইনি। এরপর অনেক রাতে দাদী আমাদের ঘুম থেকে ডেকে তুলেছেন। এরপর গিয়ে দেখি মা মরে গেছে। তবে কিভাবে মরেছে তা আমি জানি না।’ নিহতের স্বামী ওহাব আলী বলেন, ‘আমরা রাতের খাবার শেষ করে শুয়ে পড়ি। এরপর সে কখন উঠে গিয়ে গলায় দড়ি দিয়েছে তা বুঝতে পারেনি। পরে রাত সাড়ে ১২ টার দিকে ছোট ছেলে ঘুম থেকে উঠে কান্নাকাটি শুরু করে। এরপর তাকে রুমে না পেয়ে খোঁজাখুঁশি শুরু করি। বাড়ির পুরনো ঘরের তীরে তার ঝুলন্ত লাশ দেখতে পাই। এরপর সকালে থানায় খবর দেওয়া হয়।’
পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহরাওয়ার্দী হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করেছেন। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় হত্যার অভিযোগ এনে নিহতের ভাই মামলা করেছেন। ওই মামলায় পুলিশ স্বামী ওহাব আলীকে গ্রেফতার করেছে।
নিহত কৃষি কর্মকর্তা খাদিজার মামা তানভীর রিমন জানান, আগে থেকেই তার ভাগ্নিকে নির্যাতনের খবর তারা জানতেন। তাকে পরিকল্পিতভাবে হত্যা করে মরদেহ ঝুলিয়ে আত্মহত্যা বলে প্রচারণা চালানো হয়েছে। গলায় দেওয়ার কথা বললেও পুলিশ আসার আগেই তারা মরদেহ মাটিয়ে নামিয়ে রাখে। তারা নিশ্চিত, খাদিজাকে হত্যা করা হয়েছে। এ কারণে তারা মামলা করেছেন।
এই বিভাগের আরও খবর