রাজধানী ঢাকার খিলগাঁও ফ্লাইওভারে সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। তার নাম মোহাম্মদ রাব্বানী (৩০)। আজ বুধবার সকালের দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রাব্বানীর গ্রামের বাড়ি সাতক্ষীরায়। তিনি যাত্রাবাড়ীর শনির আখড়ায় থাকতেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) রাব্বানীকে নিয়ে আসা নূর মোহাম্মদ জানান, খিলগাঁওয়ের ফ্লাইওভারে একটি মোটরসাইকেলকে ধাক্কা দেয় সিএনজি অটোরিকশা। এ সময় মোটরসাইকেল আরোহী রাব্বানী পড়ে যান। পরে আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া এই তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে। এছাড়াও বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।
বিডি প্রতিদিন/আবু জাফর