১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাৎবার্ষিকী এবং জাতীয় শোক দিবস উপলক্ষে কেউ যেন চাঁদাবাজি করতে না পারে সেজন্য মার্কেট মালিক/গার্মেন্টস মালিক ও দোকানদারদের চিঠি দিয়েছেন আওয়ামী লীগের এমপি আগা খান মিন্টু।
আজ বৃহস্পতিবার তার স্বাক্ষরিত একটি চিঠি বাংলাদেশ প্রতিদিনের হাতে এসেছে। চিঠিতে মার্কেট মালিক/গার্মেন্টস মালিক ও দোকানদারদের পাশাপাশি প্রয়োজনীয় ব্যবস্থা নিতে মিরপুর, শাহ আলী, রুপনগর, দারুস সালাম, সাভার মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা এবং র্যাপিট একশন ব্যাটেলিয়ান-র্যাব-৪’র সিও কে দেওয়া হয়েছে।
চিঠিতে বলা হয়, ‘আগামী ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাৎবার্ষিকী ও জাতীয় শোক দিবস। এ উপলক্ষে কোন ব্যক্তি বা সংগঠন আমার দলীয় পরিচয়ে (বাংলাদেশ আওয়ামী লীগ) দলের হয়ে আর্থিক সহযোগীতা (চাঁদা আদায়ের লক্ষে অর্থ) চাইলে সঙ্গে সঙ্গে আমার নিম্নের মোবাইল নাম্বারে অথবা সংশ্লিষ্ট থানায় যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো। কোনক্রমেই কোন সংগঠন বা ব্যক্তি কোন প্রদান অর্থ প্রদান হতে বিরত থাকবেন। এই বিষয়ে আপনার/আপনাদের সহযোগিতা একান্তভাবে কাম্য।’ বীর মুক্তিযোদ্ধা আগা খান মিন্টু, সংসদ সদস্য ১৮৭ ঢাকা-১৪, বাংলাদেশ জাতীয় সংসদ।
এ প্রসঙ্গে বীর মুক্তিযোদ্ধা আগা খান মিন্টু এমপি বাংলাদেশ প্রতিদিনকে বলেন, আমার নির্বাচনী এলাকায় যেন শোক দিবসের নামে কোন চাঁদাবাজি না হয়, সেজন্য সবাইকে সর্তক করে চিঠি দিয়েছি।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন