রংপুর র্যাব-১৩ এর উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৬তম শাহাদাতবার্ষিকী এবং জাতীয় শোক দিবস উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়।
শুক্রবার সকালে র্যাব-১৩ বিভিন্ন মাদ্রাসার ছাত্রদের দ্বারা পবিত্র কোরআন খতম অনুষ্ঠানসহ দুপুরে বাদ জুম্মা র্যাবের জামে মসজিদে সকল অফিসার ও অন্যান্য সদস্যদের উপস্থিতিতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং অন্যান্য শহীদের আত্মার মাগফেরাতের কামনায় দোয়া ও বিশেষ মোনাজাত করা হয়।
পরবর্তীতে অধিনায়ক ও অন্যান্য অফিসারগন উপস্থিত থেকে রংপুরের বাবুপাড়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা এবং পূর্ব রেলগেট নূরানী তালিমুল কোরআন হাফিজিয়া মাদ্রাসা লিল্লাহবোর্ডিং ও এতিমখানায় দুস্থ ও অসহায় শিশুদের মাঝে উন্নত খাবার বিতরণ করা হয়। এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/আল আমীন