রাজশাহীতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদত বার্ষিকী পালিত হয়েছে। এদিন শোক আর শ্রদ্ধায় জাতির পিতাকে স্মরণ করেছেন রাজশাহীর মানুষ।
সরকারি-বেসরকারি সব প্রতিষ্ঠানগুলোও নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে দিবসটি পালন করছে। সকাল সাড়ে ১০টায় কুমারপাড়া দলীয় কার্যালয়ের সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান সিটি মেয়র ও নগর আওয়ামী লীগের সভাপতি এএইচএম খায়রুজ্জামান লিটন। সাধারণ সম্পাদক ডাবলু সরকারসহ নেতৃবৃন্দ। আলাদাভাবে জাতীয় শোক দিবস পালন করেছে জেলা আওয়ামী লীগ ও জেলা প্রশাসন।
বিডি প্রতিদিন/এ মজুমদার